১. স্বাস্থ্যখাত

আমরা বিশ্বাস করি সুস্থতাই মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান হাতিয়ার। যে জাতির মানুষের মধ্যে সুস্থতার হার যত বেশি সে দেশের সমৃদ্দি ও উন্নয়ন তত বেশি। অসুস্থতা মানুষের কর্মক্ষমতা ও সমৃদ্দির প্রধান অন্তরায়। তাই একটি দেশের মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করার মধ্য দিয়ে সে দেশের সার্বিক অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্দি নির্ভর করে। এ ধারণাকে উপজীব্য করেই মিডিয়া ফ্রন্টলাইন দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগ প্রবণতা শনাক্তের উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় দেশের সরকারি, বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, প্রাইভেট ডাক্তার চেম্বার ও মেডিসিন শপে আগত রোগীর কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে মিডিয়া ফ্রন্টলাইন অঞ্চলভিত্তিক রোগ প্রবণতা বিষয়ে জরিপ পরিচালনা করছে। বিশেষ করে চিকিৎসকের কাছ থেকে রোগীর নেওয়া ব্যবস্থাপত্র আমাদের জরিপ পরিচালনা ও গবেষণার প্রধান ক্ষেত্র।

সারা দেশে প্রায় ১৩০ জন মাঠকর্মী, ১৭ জন জোন সুপারভাইজার, ৩ জন এরিয়ার কো-অর্ডিনেটরের মাধ্যমে জরিপ পরিচলনা কার্যক্রম চলছে। জরিপের ফলাফল চিহ্নিত, অনুসন্ধান ও গবেষণায় রত আছেন প্রধান গবেষক, অতিরিক্ত প্রধান গবেষকসহ এক ডজন কর্মকর্তা। আমাদের গবেষণাপত্র ও প্রতিবেদন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণসহ জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছে।

২. আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা

প্রান্তিক অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তায় অনুদান-সরঞ্জাম প্রদানের মাধ্যম আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে মিডিয়া ফ্রন্টলাইন। গরীব এবং অসহায় পরিবারের সন্তানদের শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের ঝরেপড়া প্রতিরোধে অবদান রাখছে।

৩. গণতন্ত্রের বিকাশ, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা।

আধুনিক রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থার মৌলিক চেতনা হলো, মানবাধিকার সংরক্ষণ, সু-শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের বিকাশ। তাই মিডিয়া ফ্রন্টলাইন এ বিষয়ে সমাজের সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন পর্যায়ে কাজ করছে। দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধ করছে।

৪. গণমাধ্যম ও পিআর

গণমাধ্যমকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার চতুর্থ স্তম্ভ বলা হয়। জনমত গঠন, সুসম উন্নয়ন, স্বাধীন মতামত, গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। উল্লেখিত বিষয়ে অবদান রাখতে মিডিয়া ফ্রন্টলাইন গণমাধ্যমের ওপর জোর দিয়েছে। তাই অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই সক্রিয় অবদান রাখছেন। ‘খবর সংযোগ’ নামে অনলাইন এবং প্রিন্ট সেক্টরে দেশের গণমাধ্যমর সাথে আমাদেরও অংশগ্রহণ রয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলাও অনেক বড় মুলধন। তাই বিভিন্ন অংশীজনের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্টদের বিভিন্ন বার্তা প্রচার-প্রসারে একটি জনসংযোগমুলক (পিআর) প্রতিষ্ঠান হিসেবেও মিডিয়া ফ্রন্টলাইন কাজ করছে।